
প্রকাশিত: Sun, Jul 2, 2023 11:08 AM আপডেট: Tue, May 13, 2025 6:10 AM
[১]শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণের জন্য ব্রিকসে যোগদান করছেন: ওবায়দুল কাদের
এম এম লিংকন: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মতো বিদেশি প্রভুদের তুষ্ট করার জন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনা রাজনীতি করেন না। দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য আওয়ামী লীগ রাজনীতি করে।
[৩] আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন হারিয়ে এখন চায়না-রাশিয়ার অর্থনৈতিক জোট ব্রিকসের দিকে ঝুঁকেছে, বিএনপির এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ব্রিকসে যোগদান নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। পাশ্চাত্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও ভারত ও দক্ষিণ আফ্রিকা ব্রিকস ব্যাংক প্রতিষ্ঠাতাদের অন্যতম। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে দেশের জন্য আর্থিক সহায়তা পেয়েছে।
[৪] ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সচেতন মানুষমাত্রই জানে, জামায়াতে ইসলামী হলো বিএনপির বি টিম। তাদের পৃষ্ঠপোষকতায় জামায়াত বাংলাদেশ ফুলেফেঁপে বিষবৃক্ষে পরিণত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানি নাগরিক গোলাম আযমকে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে এসেছিল এবং খালেদা জিয়া গোলাম আযমকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। তাদের শাসনামলে পাকিস্তানি দর্শনের রাজনীতি বাংলাদেশে জোরদার হয় এবং জামায়াতে ইসলামের ক্ষমতায়নের প্রক্রিয়া শুরু হয়। এমনকি যুদ্ধাপরাধের বিচারের সময় খালেদা জিয়া জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বন্ধ করার জন্য আন্দোলন করেছেন।
[৫] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ২০০১ সালে ভোট না দেওয়ার অপরাধে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া; হরতালের নামে আগুন-সন্ত্রাস ও পেট্রলবোমা মেরে নিরীহ মানুষকে পুড়িয়ে মারা, গাছ কাটা, ভূমি অফিস পুড়িয়ে দেওয়ার যে ইতিহাস বিএনপি সৃষ্টি করেছিল; সেটা বেশি দিন আগের নয়। বিএনপির নেতারা ভুলে গেলেও দেশের মানুষ বিএনপির সেই সহিংসতার কথা ভুলে যায়নি। আসলে নিজেদের এসব অপকর্ম আড়াল করতেই বিএনপি নেতারা সব সময় অপপ্রচার চালান এবং সরকারি দলের লোকদের ওপর দোষ চাপিয়ে আত্মতুষ্টিতে ভোগার উপলক্ষ খোঁজেন।
[৬] শনিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
